ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ (eidjjohar chand hase oi)

   রাগ: ভৈরবী, তাল: কাহার্‌বা

ঈদজ্জোহার চাঁদ হাসে ঐ এলো আবার দুস্‌রা ঈদ।
কোর্‌বানি দে কোর্‌বানি দে শোন্ খোদার ফর্‌মান তাকিদ॥
এমনি দিনে কোর্‌বানি দেন পুত্রে হজরত ইব্‌রাহীম,
তেম্‌নি তোরা খোদার রাহে আয় রে হবি কে শহীদ্॥
মনের মাঝে পশু যে তোর আজকে তা’রে কর্ জবেহ্,
পুল্‌সেরাতের পুল হ’তে পার নিয়ে রাখ্ আগাম রসিদ্॥
গলায় গলায় মিল্‌রে সবে ভুলে যা ঘরোয়া বিবাদ,
মিলনের ঈদগাহ্ গড়ে তোল্ প্রাণ দিয়ে তার তোল্ বুনিয়াদ॥
মিলনের আর্‌ফাত ময়দান হোক আজি গ্রামে গ্রামে,
হজের অধিক পাবি সওয়াব এক হ’লে সব মুসলিমে।
বাজবে আবার নূতন ক’রে দ্বীনি ডঙ্কা, হয় উমীদ্॥
ইসমাইলের মতন যদি কোরবানি পারিস হতে
দেখব আবার তোদের মাঝে দিশারি মুসা, খালিদ॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। মোহাম্মদী পত্রিকার বৈশাখ ১৩৪০ বঙ্গাব্দ  [এপ্রিল-মে ১৩৩৩] সংখ্যায় গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১১ মাস।
     
  • পত্রিকা: মোহাম্মদী  [বৈশাখ ১৩৪০ (এপ্রিল-মে ১৩৩৩)।
  • গ্রন্থ:
    • গুলবাগিচা'
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। ভৈরবী-কার্ফা। পৃষ্ঠা: ৯৩-৯৪]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৭৭। পিলু-কার্ফা। পৃষ্ঠা ২৪২]
  • রেকর্ড: এইচএমভি [মে ১৯৩৩ (বৈশাখ-জ্যৈষ্ঠ ১৩৪০)]। এন ৭১০১। শিল্পী কে মল্লিক। ঈদ-উল-আযহার গান। [শ্রবন নমুনা]
     
  •  স্বরলিপিকার ও স্বরলিপি:
  • সুরকার: নজরুল ইসলাম
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামী গান]
    • সুরাঙ্গ: গজলাঙ্গ
    • রাগ: ভৈরবী
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: সর

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।