ঈদজ্জোহার তকবির শোন (eidjjohar tokbir shon)

ঈদজ্জোহার তকবির শোন ঈদগাহে!
(তোর) কোরবানিরই সামান নিয়ে চল্ রাহে॥
কোরবানির রঙে রঙিন পর লেবাস্
পিরহানে মাখ্‌রে ত্যাগের গুল্-সুবাস,
হিংসা ভুলে প্রেমে মেতে
ঈদগাহেরই পথে যেতে দে মোবারকবাদ দ্বীনের বাদ্‌শাহে॥
খোদারে দে প্রাণের প্রিয়, শোন্ এ ঈদের মাজেরা
যেমন পুত্র বিলিয়ে দিলেন খোদার নামে হাজেরা,
      ওরে কৃপণ, দিস্‌নে ফাঁকি আল্লাহে॥
তোর পাশের ঘরে গরীব কাঙাল কাঁদছে যে
তুই তারে ফেলে ঈদ্‌গাহে যাস্ সঙ সেজে,
      তাই চাঁদ উঠ্‌ল, এলো না ঈদ্
      নাই হিম্মৎ, নাই উম্মিদ,
শোন্ কেঁদে কেঁদে বেহেশ্‌ত হ’তে হজরত আজ কি চাহে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের  ফেব্রুয়ারি  (মাঘ-ফাল্গুন্ ১৩৪৪) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৮ মাস।
     
  • পাণ্ডুলিপি:  মূল পাণ্ডুলিপি
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১১৪৯ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৫০
     
  • রেকর্ড: এইচএমভি। ফেব্রুয়ারি ১৯৩৮। এন ১৭০৪৬। শিল্পী: মহম্মদ কাসেম ও সঙ্গীরা
  • বেতার: ঈদজ্জোহা। গীতিআলেখ্য। কলকাতা বেতারকেন্দ্র। [৯ জানুয়ারি ১৯৪১ (বৃহস্পতিবার ২৫ পৌষ ১৩৪৭)।
    রাত ৮.০৫ -৮.৩৯ মিনিট।
    সূত্র: বেতার জগত। ১২বর্ষ ১ম সংখ্যা। ১ জানুয়ারি, ১৯৪১।  পৃষ্ঠা: ৪২

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।