পিয়া মোর) উচাটন মন ঘরে রয় না (piya mor, uchaton mon ghore roy na)

 রাগ: গারা-খাম্বাজ, তাল: দাদ্‌রা

(পিয়া মোর) উচাটন মন ঘরে রয় না।
(পিয়া মোর) ডাকে পথে বাঁকা তব নয়না॥
          ত্যজিয়া লোক-লাজ
          সুখ-সাধ গৃহ-কাজ,
(প্রিয়া মোর) নিজ গৃহে বনবাস সয়না॥
          লইয়া স্মৃতির লেখা
          কত আর কাঁদি একা,
(পিয়া মোর) ফুল গেলে কাঁটা কেন যায় না॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি ১৯৩৩ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০) মাসে, মেগাফোন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৫ মাস।
     
  • রেকর্ড: মেগাফোন [নভেম্বর ১৯৩৩ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪০)]। জেএনজি ৮০। শিল্পী: শ্রীমতী সাধনা দেবী।
  • গ্রন্থ:
    • গীতি-শতদল
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। গারা খাম্বাজ-দাদরা]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।  গীতি-শতদল।  গান সংখ্যা ৩৫। গারা খাম্বাজ-দাদরা। পৃষ্ঠা ৩০৩]
    • সুরলিপি। [১৬ আগষ্ট ১৯৩৪ (বুধবার, ৩১ শ্রাবণ ১৩৪২)]। জগৎঘটক-কৃত স্বরলিপি। প্রকাশক: নজরুল ইসলাম। খাম্বাজ মিশ্র-কার্ফা। [নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকা
  • সুরকার: কাজী নজরুল ইসলাম
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী
      • রাগ: খাম্বাজ মিশ্র
      • তাল: কাহারবা
      • গ্রহস্বর: সা

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।