উজান বাওয়ার গান গো এবার (ujan baoar gan go ebar)

উজান বাওয়ার গান গো এবার, গাস্‌নে ভাটিয়াটি
আর গাস্‌নে ভাটিয়ালি।
নূতন আশার চাঁদ উঠেছে কুম্‌ড়ো জালির ফালি
যেন কুম্‌ড়ো জালির ফালি॥
বান এসেছে, বাঁধ ভেঙেচে, নায়ে দোলা লাগে
আড়-বাঁশিতে তান ছেড়ে তুই দাঁড়্‌ বেয়ে চল্‌ আগে
দেখ্‌ জোয়ার-জলে ডু’বে গেছে চরের চোরাবালি॥
কালো বউ-এর চোখ যে,ন দেখ্‌ মৌরলা মাছ ভাসে
গাঙ্‌চিল আর জল-পায়রা উড়ছে মুখের পাশে,
শোন্‌ বৌ কথা কও পাখি, মোদের করছে দুতিয়ালি॥
জল নিয়ে বৌ দাঁড়িয়ে আছে, গাছে কচি ডাব
লোক্‌সানেরই হিসাব দেখিস, লাভের কথা ভাব্‌,
সাজ্‌ রে তামুক, নামুক দেয়া, দুক্ষু ত ইজমালি॥

 

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৫ মে (শনিবার ১১ জ্যৈষ্ঠ ১৩৪৭), সন্ধ্যা ৭.০৫-৭.৫৪ মিনিট, কলকাতা বেতারকেন্দ্র থেকে 'বাংলার গ্রাম' নামক 'গীতি-আলেখ্য' প্রচারিত হয়েছিল। এই গীতি-আলেখ্যে গানটি ব্যবহৃত হয়েছিল। নজরুলের ৪১ বৎসর অতিক্রান্ত বয়সের প্রথম দিনে প্রকাশিত হয়েছিল।
     
  • বেতার: বাংলার গ্রাম (সঙ্গীতালেখ্য)। কলকাতা বেতারকেন্দ্র ক। ১৯৪০ খ্রিষ্টাব্দের ২৫ মে (শনিবার ১১ জ্যৈষ্ঠ ১৩৪৭)সান্ধ্য অনুষ্ঠান। সময় ৭.০৫-৭.৫৪ মিনিট।

        সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ, ১০ম সংখ্যা। ১৬ মে ১৯৪০। পৃষ্ঠা: ৫৪৩]

  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২১০। পৃষ্ঠা: ৬৬৪]
    • বুলবুল দ্বিতীয় খণ্ড
      • প্রথম সংস্করণ [১১ জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দ (রবিবার ২৫ মে, ১৯৫২)]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বুলবুল দ্বিতীয় খণ্ড। ৫৫। পৃষ্ঠা ২৮১]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।