উঠাও ডেরা এবার দূরে যেতে হবে (uthao dera ebar dure jete hobe)
উঠাও ডেরা এবার দূরে যেতে হবে।
নিবিড় হলে মনের বাঁধন গভীর ব্যথা পেতে হবে॥
কোথায় শূন্য মরুভূমি
ডাকো মোদের ডাকো তুমি,
চিড়িয়াখানায় সিংহ গেলে নিঠুর চাবুক খেতে হবে॥
বেদের মেয়ের চোখের জল বনের ঝরা ফুল
বেদের মেয়ে কাঁদে ভাসে নদীর দু’-কূল।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭) মাসে মেগাফোন রেকর্ড কোম্পানি 'বনের বেদে' নাটক প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৬ মাস।
- রেকর্ড: মেগাফোন [ডিসেম্বর ১৯৪০ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪৭)। নাটিকা নাটকা: বনের বেদে।জেএনজি ৫৫০৯। শিল্পী: কোরাস
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১১৫১ গান। পৃষ্ঠা: ৩৫০-৩৫১।