উঠুক তুফান পাপ-দরিয়ায় (uthuk tufan pap-doriyay)

        উঠুক তুফান পাপ-দরিয়ায় ওরে আমি কি তায় ভয় করি।
                                      ও ভাই আমি কি তায় ভয় করি।
        পাক্কা ঈমান তক্তা দিয়ে গড়া যে আমার তরী।
                                      ও ভাই গড়া যে আমার তরী॥
        'লা-ইলাহা ইল্লাল্লাহুর' পাল তুলে,
        ঘোর তুফানকে জয় ক'রে ভাই যাবই কূলে,
        মোহাম্মদ মোস্তাফা নামের (ও ভাই) গুণের রশি ধরি'॥
        খোদার রাহে সঁপে দেওয়া ডুববে না মোর তরী,
        সওদা ক'রে ভিড়বে তীরে সওয়ার মানিক ভরি'।
        দাঁড় এ তরীর নামাজ, রোজা, হজ্ ও জাকাত,
        উঠুক না মেঘ, আসুক বিপদ — যত বজ্রপাত,
আমি  যাব বেহেশ্‌ত বন্দরেতে রে এই সে কিস্তিতে চড়ি'॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪২) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে এই গানটির রেকর্ড প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৩ মাস।
     
  • রেকর্ড: টুইন [সেপ্টেম্বর ১৯৩৫ (ভাদ্র-আশ্বিন ১৩৪২)। এফটি ৪০৭৫। শিল্পী আব্বাস উদ্দিন [শ্রবণ নমুনা]
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামি গান]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।