অবিরত বাদর বরষিছে ঝরঝর (obiroto bador boroshichhe jhorojhoro)

সিনেমা: ধ্রুব। রাগ : মিঞাকি মল্লার, তাল : ত্রিতাল

অবিরত বাদর বরষিছে ঝরঝর
বহিছে তরলতর পূবালী পবন।
       বিজুরী-জ্বালার মালা
       পরিয়া কে মেঘবালা
কাঁদিছে আমারি মত বিষাদ-মগন

ভীরু এ মন-মৃগ আলয় খুঁজিয়া ফিরে,
জড়ায়ে ধরিছে লতা সভয়ে বনস্পতিরে,
গগনে মেলিয়া শাখা কাঁদে বন-উপবন

  • রচনাকাল ও স্থান: ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি ‘ধ্রুব’ নামক চলচ্চিত্রটি মুক্তি পায়। এই চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭ মাস।
     
  • চলচ্চিত্র: ধ্রুব। ক্রাউন টকি হাউস।  ১ জানুয়ারি ১৯৩৪ (সোমবার, ১৭ পৌষ ১৩৪০)। সুনীতির গান। শিল্পী আঙ্গুরবালা] [দৃশ্য-শ্রাব্য নমুনা]
  • করিম হাসান খান [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্‌রিস আলী। [নজরুল সঙ্গীত স্বরলিপি, পঞ্চাশতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। জুন নভেম্বর ২০১৯। আঙ্গুর বালা-র গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
     
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।