উঠেছে কি চাঁদ সাঁঝ গগনে (uthechhe ki chand sajh gogone)

উঠেছে কি চাঁদ সাঁঝ গগনে
আজিকে আমার বিদায় লগনে॥
জানালা পাশে চাঁপার শাখে
‘বউ কথা কও’ পাখি কি ডাকে?
ফুটেছে কি ফুল মালতী বকুল ─
আমার সাধের কুসুম বনে সাঁঝ গগনে॥
তুলসী তলায় জ্বলেছে কি দীপ
পরেছে আকাশ তারকার টিপ?
হারিয়ে যাওয়া বঁধু অবেলায়
এলো কি ফিরে দেখিতে আমায়,
ঝুরিছে বাঁশি পিলু বারোয়াঁয় ─
কেন গো আমার যাবার ক্ষণে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের ২৯শে সেপ্টেম্বর (শুক্রবার ১৩ আশ্বিন ১৩৪০) এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের সাথে চুক্তি হয়েছিল। এই চুক্তিতে যে সকল গান অন্তর্ভুক্ত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১১৫৪। ]
  • রেকর্ড:
    ১. এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের সাথে চুক্তি হয়েছিল ১৯৩৩ খ্রিষ্টাব্দের ২৯শে সেপ্টেম্বর (শুক্রবার ১৩ আশ্বিন ১৩৪০)। এই চুক্তিতে যে সকল গান অন্তর্ভুক্ত হয়েছিল।
    ২. টুইন। ‌এপ্রিল ১৯৩৪ (চৈত্র ১৩৪০-বৈশাখ ১৩৪১)। এফটি ৩০৮০। শিল্পী: মিস লীলা

     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ   [নজরুল সঙ্গীত স্বরলিপি, পঁয়তাল্লিশতম খণ্ড, কবি নজরুল ইসলাম ইনস্টিটিউট। জুন ২০১৮] গান সংখ্যা ৪। পৃষ্ঠা: ২৫-২৬ [নমুনা]
     
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।