উভ্‌রে যৌবনকো ক্যেঁও কর্ (uvre joubonko keyo kor)

উভ্‌রে যৌবনকো ক্যেঁও কর্ ছিপাউঁ রে।
প্যারে সাইয়াঁ সে ক্যায়সে বাচাউঁ রে॥
দেখো ছুওত হেয় বালম মোরি ছাতিয়া
হেয় মানত নহি নিরদয় বাতিয়া,
মোরি বাইয়াঁ মারোরি মাসকাই আঙ্গিয়া –
হুঁ ম্যায় ভোলি ঠাঠালি ম্যায় ক্যা জানু॥
প্রেম বন্ধন মে বাঁদোনা মো কো পিয়া
মন মোহন দেখা করকে বাঁকি আদা,
যানতি হুঁ পুরুষ হোতে হ্যায় বেওয়াফা–
কাম হোয় ইনকা দিল্ লেকে ভুল জানা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট । ফেব্রুয়ারি ২০১২)। ১৫৮৬ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪৭৫।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।