এ কি অপরূপ যুগল-মিলন হেরিনু নদীয়া ধামে (eki oporup jugol-milon herinu nodia dhame)

           এ কি অপরূপ যুগল-মিলন হেরিনু নদীয়া ধামে
           বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী যেন রে গোলক-পতির বামে॥
                      এ কি অতুলন যুগল-মূরতি
               যেন  শিব-সতী হর-পার্বতী,
           জনক-দুহিতা সীতাদেবী যেন বেড়িয়া রয়েছে রামে॥
                       গৌরের বামে গৌর-মোহিনী
              (যেন)  রতি ও মদন চন্দ্র-রোহিণী
(তোরা)   দেখে যা রে আজ মিলন-রাসে যুগল রাধা-শ্যামে॥

  • রচনাকাল ও স্থান: এই নাটকের রচনাকাল ও প্রেক্ষাপট সম্পর্কে কিছু জানা যায় নি। আব্দুল কাদেরের সম্পাদিত নজরুল রচনাবলীর পঞ্চম খণ্ডের, দ্বিতীয়ার্থে (১৯৮৪), ' বিষ্ণুপ্রিয়া নামক একটি অসমাপ্ত নাটক অন্তর্ভুক্ত হয়েছিল।  গানটি এই নাটকের প্রথম দৃশ্যে 'মুকুন্দের গান' হিসেবে পাওয়া যায়। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) মাসে গানটি গানের মালা প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • গানের মালা।প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৫৬। হৈমন্তী-তেওরা] 
    • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা। ৫৬। হৈমন্তী-তেওরা। পৃষ্ঠা ২২৫]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।