একি অসীম পিয়াসা শত জনম গেল (eki oshim piyasha)

একি অসীম পিয়াসা
শত জনম গেল তবু মিটিল না
                তোমারে পাওয়ার আশা॥
সাগর চাহিয়া চাঁদে চির জনম কাঁদে
তেমনি যত নাহি পায় তোমা পানে ধায়
                অসীম ভালোবাসা॥

তোমারে যে চাহিয়াছে ভুলে একদিন
সেই জানে তোমারে ভোলা কি কঠিন
তোমার স্মৃতি তার মরণের সাথি হয়
                মেটে না প্রেমের পিয়াসা॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৬ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ -পৌষ ১৩৪৩) মাসে  এইচএমভি রেক্র্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় বয়স ছিল ৩৭ বৎসর ৬ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি । ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ -পৌষ ১৩৪৩)। এন ৯৮৩৬। শিল্পী: কুমারী বিজনবালা ঘোষ [নমুনা]
  • [খায়রুল আনাম শাকিল(শ্রবণ নমুনা)]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট। জ্যৈষ্ঠ ১৪০১/মে ১৯৯৪।। তৃতীয় গান] [নমুনা]
     
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।