এ ঘনঘোর রাতে ঝুলন দোলায় (e ghonoghor raate)
এ ঘনঘোর রাতে
ঝুলন দোলায় দুলিবে মম সাথে॥
এসো নব জলধর শ্যামল সুন্দর
জড়ায়ে রাধার অঙ্গ বাঁশরি লয়ে হাতে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪৬) মাসে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৭ মাস।
- রেকর্ড: এইচএমভি [জানুয়ারি ১৯৪০ (পৌষ-মাঘ ১৩৪৬)। রেকর্ড নম্বর ১৭৪০৬। শিল্পী: জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী। [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, ত্রিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬] জ্ঞানেন্দ্রপ্রসাদ গোস্বামী'-এর রেকর্ডে গাওয়া গান অবলম্বনে কৃত স্বরলিপি। ষষ্ঠ গান। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, বৈষ্ণব]
- সুরাঙ্গ: খেয়ালাঙ্গ
- রাগ: সুর মল্লার
- তাল: ত্রিতাল
- গ্রহস্বর: ণ