অবেলাতে, জল আনিতে, সই লো সই পথে কালা (obelate , jol anite, soi lo soi pothe kala)

অবেলাতে, জল আনিতে, সই লো সই পথে কালা।
এক হাতে আড় বাঁশিখানি তাঁর, আর এক হাতে ফুলমালা॥
        পথের মাঝে কালো শশি,
        নাম ধরে মোর বাজায় বাঁশি,
ধীরে ধীরে মালা হাতে, কাছে আসে কালা॥
        যত বলি সরো সরো,
        নাচে সে শ্যাম নটবর,
নেচে নেচে কাছে এসে, গলেতে দেয় মালা॥

গ্রন্থ:

১. নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৮৯০। পৃষ্ঠা: ৮৮১]


সূত্র:

  • দুখুমিয়ার লেটোগান । সংগ্রহ ও সম্পাদনা : মুহম্মদ আয়ুব হোসেন, বিশ্বকোষ পরিষদ, কলকাতা, ২০০৩।
  • নজরুল সঙ্গীত-সংগ্রহ। নজরুল ইন্সটিউট, ঢাকা ফেব্রুয়ারি ২০১১।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।