এ ঘোর শ্রাবণ-দিন কাটে কেমনে (e ghor shrabon din kate kemone)

এ ঘোর শ্রাবণ-দিন কাটে কেমনে,
বলো তুমি বিনে প্রিয়তম মোর,
চমকি' চমকি' উঠি বারিধারা পরশে
কোথা তুমি চিত-চকোর!
দাও দেখা, দেখা দাও আজি এ শ্রাবণে 

এসো ভ'রি মোর দু'নয়নে,
বরষা ঘনায়ে ওঠে বিরহী এ পরানে 

পরাতে তোমার গলে আজি নবধারা-জলে
রচেছি মিলন-তিথি ডোর॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১১৭০]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।