এ ঘোর শ্রাবণ-নিশি কাটে কেমনে (e ghor shrabon nishi kate kemone)
এ ঘোর শ্রাবণ-নিশি কাটে কেমনে।
রহি' রহি' সেই মুখ পড়িছে মনে॥
বিজলিতে সেই আঁখি
চমকিছে থাকি' থাকি',
শিহরিত এমনি সে বাহু-বাঁধনে॥
শন শন বহে বায় সে কোথায় সে কোথায়
নাহি নাহি ধ্বনি শুনি উতল পবনে হায়,
চরাচর দুলিছে অসীম রোদনে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। সঙ্গীত বিজ্ঞান প্রকাশিকা পত্রিকার ১৩৪০ বঙ্গাব্দের 'জ্যৈষ্ঠ ১৩৪০' (মে-জুন ১৯৩৩) সংখ্যায় গানটি নরেন্দ্রকৃষ্ণ মুখোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল। এটি ছিল ৩৩ বৎসর ছিল ১১ মাস অতিক্রান্ত বয়সের গান।
- পত্রিকা: সঙ্গীত বিজ্ঞান প্রকাশিকা [জ্যৈষ্ঠ ১৩৪০ (মে-জুন ১৯৩৩)। নরেন্দ্রকৃষ্ণ মুখোপাধ্যায়-কৃত স্বরলিপি-সহ প্রকাশিত হয়েছিল। ঠুংরী। তিলং-ত্রিতাল। পৃষ্ঠা: ৭৩-৭৪] [নমুনা]
- রেকর্ড:
- মেগাফোন [মে-জুন, ১৯৩৩। সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা পত্রিকার 'জ্যৈষ্ঠ ১৩৪০' সংখ্যায় (মে-জুন ১৯৩৩ বঙ্গাব্দ)- প্রকাশিত স্বরলিপির পাদটীকায় [পৃষ্ঠা ৭৩] উল্লেখ আছে- 'উক্ত গানখানি মদীয় গুরুদেব শ্রীযুক্ত ভীষ্মদেব চট্টোপাধ্যায় কর্ত্তৃক "মেগাফোন রেকর্ডে" গীত হইয়াছে। এই সূত্রে ধারণা করা যায় যে, সম্ভবত গানটি মে-জুন মাসে ভীষ্মদেব চট্টোপাধ্যায়ের কণ্ঠে রেকর্ড হয়েছিল। তবে শেষ পর্যন্ত রেকর্ডটি প্রকাশিত হয় নি]
- মেগাফোন [জানুয়ারি ১৯৩৫ (পৌষ-মাঘ ১৩৪১)। জেএনজি ১৬৩। শিল্পী: সুষমা দে]
- সুরকার: ভীষ্মদেব চট্টোপাধ্যায়। [সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা (জ্যৈষ্ঠ ১৩৪০)][নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- শ্রীনরেন্দ্রকৃষ্ণ মুখোপাধ্যায় [সঙ্গীত বিজ্ঞান প্রকাশিকা [জ্যৈষ্ঠ ১৩৪০ (মে-জুন ১৯৩৩)] [নমুনা]
- সুধীন দাশ ও সেলিনা হোসেন। নজরুল সঙ্গীত স্বরলিপি (৩৭শ খণ্ড)। দ্বিতীয় মুদ্রণ [নজরুল ইন্সটিটিউট। পৌষ, ১৪২১ বঙ্গাব্দ/ জানুয়ারি, ২০১৫ খ্রিষ্টাব্দ]। ৪র্থ গান। [নমুনা]
- পর্যায়: