এ দুর্দিন রবে না তোর আসবে শুভদিন (e durdin robe na tor)

এ দুর্দিন রবে না তোর আসবে শুভদিন।
নতুন আশায় বুক বাঁধ রে অন্ন-বস্ত্র হীন॥
রাত পোহাবে, এই আঁধারে রইবি না তুই ডুবে
আশার সূয উঠবে আবার পূবে,
তুই সাহস ক’রে উঠে দাঁড়া, হবে দুঃখের আয়ুক্ষীণ॥
ধর্ম জাগেন মাথার উপর, অসীম আকাশ তলে,
আজো তাহার চাঁদ-সুরযের রুদ্র আঁখি জ্বলে।
এই সুখে রাখা দুঃখ দেওয়া যাঁহার হাতের খেলা
তুই ধর দেখি রে তাহার চরণ-ভেলা,
তুই দেখ্‌বি সেদিন রইবি না আর এমন পরাধীন॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৯ খ্রিষ্টাব্দের ১৮ অক্টোবর ১৯৩৯ (বুধবার, ১ কার্ত্তিক ১৩৪৬), মিনার্ভা থিয়েটার মঞ্চে মহেন্দ্র গুপ্তের 'দেবী দুর্গা' মঞ্চস্থ হয়েছিল। এই নাটকে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৪ মাস।
  • মঞ্চ: দেবী দুর্গা (নাটক)। [মিনার্ভা থিয়েটার, ১৮ অক্টোবর ১৯৩৯ (বুধবার, ১ কার্ত্তিক ১৩৪৬)] চতুরথ অঙ্ক। তৃতীয় দৃশ্য। বৈতালিকের গান।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ২২৯৪। পৃষ্ঠা: ৬৮৮]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।