এ দেবদাসীর পূজা লহ হে ঠাকুর (e debdashir puja loho)

এ দেবদাসীর পূজা লহ হে ঠাকুর।
দয়া কর, কথা কও, হ’য়ো না নিঠুর॥
লহ মান অভিমান, দেহ প্রাণ মন
মম প্রেম-ধূপ নাও রূপচন্দন,
এই লহ আভরণ, চুড়ি-কঙ্কন 

            চোখের দৃষ্টি নাও কণ্ঠের সুর॥
আজ, শেষ ক’রে আপনারে দিব তব পায়,
চাও চাও মোর কাছে যাহা সাধ যায়।
কহিবে না কথা কি গো তুমি কিছুতেই?
আরতির থালা তবে ফেলে দিনু এই,
নাচিব না, বাজুক না মৃদঙ্গ তাল 

            খুলিয়া রাখিনু এই পায়ের নূপুর॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৬) মাসে, এইচএমভি রেকরড কোম্পানি থেকে গানটি প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ:  নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১১৬০] 
  • রেক্র্ড: এইচএমভি । সেপ্টেম্বর ১৯৩৯ (ভাদ্র- আশ্বিন ১৩৪৬)। এন ১৭৩৪৪। শিল্পী: পদ্মরাণী চট্টোপাধ্যায়   [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি: নিতাই ঘটক
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দু ধর্ম, সাধারণ)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
    • রাগ: কানাড়া
    • তাল: তালছাড়া/কাহারবা
    • গ্রহস্বর: মপা

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।