এই কাঞ্চন নগরের বাদশা নাম দণ্ডধর (ei kanchon nogorer badsha)

    নাটক : ‘মধুমালা’
এই কাঞ্চননগরের বাদ্‌শা নাম দণ্ডধর,
একচ্ছত্র রাজ পাট যার লাখ লাখ নফর।
রাজার বাড়িতে হলুদ বাটে হীরার শিল নোড়াতে –
সোনারূপায় ধরছে ছাতা শুকায় লইয়া ছাতে।
এত থেকেও সুখ নাই রে রাজার একি হৈল,
সাত-সলিতা ঘিয়ের বাতি নাই যেন রে তৈল।
রাজ্যসুদ্ধা কাঁদে যত ছাইল্যা মাইয়্যা বুড়া,
রাজার এ ধন কে খাইব, রাজা যে আঁটকুড়া।
ভোর উইঠ্যা দেকে যদি কেউ আঁটকুড়ার মুখ,
সেদিন অন্ন জোটে না তার, তার মুখে দেয় থুক্‌।
তাই না শুইনা রাজা দিলেন মন্দিরেতে খিল্‌
আঁটকুড়া মুখ দেখাইবেন না আর তেনায় এক তিল।
পানের বাটায় পান রইল আপনার ঠাঁয় পইর‌্যা,
সোনার গাড়ুর তীর্থের জল কাঁদে ঝইর‌্যা ঝইর‌্যা।
তাই না দেইখ্যা দেবতার মনে হইল কিঞ্চিৎ দয়া
বলেন রাজা ওঠ ওঠ – পুত্র হইব পয়া।
বলেন কি বলেন, তপ্ত সোনার কুমার তোমার ভরবে রাজপুরী,
কিন্তু রাজা তাকে পরী করবে বুঝি চুরি।
আঁধার ঘরে রেখো তারে বারোটি বৎসর,
পাতালপুরীর মধ্যে রাজা বানাইয়া এক ঘর।
চাঁদ সূরুয দেখে না যেন তোমার চাঁদের মুখ,
বারো বৎসর থাকলে সেথায় কাট্‌বে সকল দুখ।
বারো বৎসর আগে রাজা না খুলিও দ্বার,
খুলিলে উদাসী হয়ে ঘুরিবে সংসার।
মদনকুমার নাম রাখিও এইনা কবচ লও,
(এই) কবচ রানীর গলায় বাইন্দ্যা পুত্রের আশায় রও।
কইব কি সে-দুঃখের কথা, সোনার ছাওয়াল লইয়া,
পাতারপুরীর মাঝে রাখল পাগল হইয়া।
বারো বছর পূর্ণ হইবার তিনদিন যবে বাকি,
রাজপুত্র ত কাইন্দ্যা কাইন্দ্যা ফুলাইল তার আঁখি।

বলে, মাগো চন্দ্র সূয জন্মে দেখলাম নাকো,
একটিবার মা দেখবার দাও গো মোর মিনতি রাখ।
কাইন্দ্যা কাইন্দ্যা রাজপুত্রের যায় বুঝি দম ছাইড়্যা,
মনের দুয়ার খুইল্যা দিল হায় রে মায়ার হাইর‌্যা।
সেই নামের রাজপুত্র একদিন শিকারেতে যায়,
সৈন্য লস্কর লইয়া রে ভাই কাঁদাইয়া বাপ মায়।
লোকের মুখে শুনলাম হইল শিকারে এক জ্বালা
স্বপ্নেতে রাজকুমার দেখল কন্যা মধুমালা।

    •  রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৩৩৯ বঙ্গাব্দের ১৯ অক্টোবর   (বৃহস্পতিবার ২ কার্তিক ১৩৪৬), মধুমালা নাটক মঞ্চস্থ হয়। এই নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৫ মাস।
      [ নজরুলের ৪০ বৎসর অতিক্রান্ত বয়সের গানের তালিকা]
  • খ.প্রকাশ ও গ্রন্থভুক্তি:
    • গ্রন্থ:
      • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৩৬২।  নাটক: 'মধুমালা' পৃষ্ঠা: ৭১৯-৭২০।
    • নাট্যমঞ্চ
      • মধুমালা (নাটক)। নাট্যভারতী রঙ্গমঞ্চ [১৯ অক্টোবর ১৯৩৯ খ্রিষ্টাব্দ (বৃহস্পতিবার ২ কার্তিক ১৩৪৬)। তৃতীয় অঙ্ক। সেকেন্দার শা-এর গান।
    • সঙ্গীতবিষয়ক তথ্যাবলি:
      • পর্যায়
        • বিষয়াঙ্গ: [নাট্যগীতি: মধুমালা]
        • সুরাঙ্গ: লোকসঙ্গীত। জারি

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।