এই গাধার খাটুনির চেয়ে অনেক ভালো দাদার বাড়ি (ei gadhar khatunir cheye onek bhalo)
স্ত্রী: এই গাধার খাটুনির চেয়ে অনেক ভালো দাদার বাড়ি।
পুরুষ: এই নারীর শাড়ির চেয়ে- ভালো ভোজপুরীদের দাড়ি॥
স্ত্রী: সোয়ামি ত নয়- তাড়া করে মানুষ রূপী মোষে
পুরুষ: নারী ত নয়- হুকুম জারির হাকিম যেন ব'সে!
উভয়ে: রাত্রে চোখের জল ফেল না দিনে ক'রে আড়ি॥
স্ত্রী: হদ্দ হ'য়ে মলুম মাগো মদ্দ বিয়ে ক'রে
পুরুষ: ধাড়ী মেয়ে বিয়ে করে নাড়ি গেল চ'ড়ে।
উভয়ে: (বেশি) ব'কো না- হাটের মাঝে ভেঙে দেব হাঁড়ি॥
স্ত্রী: সোয়ামি যদি বল্তে হয় ত আমার বড় দাদা
পুরুষ: বল্তে হয় ত বলো আমার নাইকো কোন বাধা।
উভয়ে: শুইগে ঘরে দুয়ার দিয়ে আর বক্তে নারি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৭) মাসে, টুইন রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ৪১ বৎসর ছিল ৩ মাস।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১) নামক গ্রন্থের ২৩৬৩ সংখ্যক গান। পৃষ্ঠা: ৭২০।
- রেকর্ড: টুইন। সেপ্টেম্বর ১৯৪০ (ভাদ্র -আশ্বিন ১৩৪৭)। এফটি ১৩৪৩১। রাধারাণী ও গোপাল ভট্টাচার্য [শ্রবণ নমুনা]