অবেলায় যমুনার কূলে, কে আবার বাজায় লো বাঁশি (obelay jomunar kule, ke abar bajay lo bashi)

অবেলায় যমুনার কূলে, কে আবার বাজায় লো বাঁশি।
আমি লো সই কলসি কাঁখে, বাঁশি শুনে জলকে আসি॥
        নবজলধর দেহখানি তাঁর
        কালো অঙ্গে কি বা রূপের বাহার,
ও তাঁর, মুখে দেখি মৃদু মধুর হাসি॥
        শুনে তাঁর বাঁশির ও তান,
        মোর প্রাণ করে লো আনচান,
রাধার নামে উঠেছে তান, চল লো সই দেখে আসি॥

গ্রন্থ:

১. নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৮৮৯। পৃষ্ঠা: ৮৮১]


সূত্র:

  • দুখুমিয়ার লেটোগান । সংগ্রহ ও সম্পাদনা : মুহম্মদ আয়ুব হোসেন, বিশ্বকোষ পরিষদ, কলকাতা, ২০০৩।
  • নজরুল সঙ্গীত-সংগ্রহ। নজরুল ইন্সটিউট, ঢাকা ফেব্রুয়ারি ২০১১।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।