এই বিশ্বে আমার সবাই চেনা কেউ অচেনা নাই (ei bisshe amar sobai chena)
এই বিশ্বে আমার সবাই চেনা কেউ অচেনা নাই।
যারে দেখি হয় মনে সেই বন্ধু প্রিয় ভাই॥
কোন্ সে লোকে, নাই তা মনে,
চেনা ছিল সবার সনে
দেখে এদের প্রাণ জুড়িয়ে যায় রে আমার তাই॥
চোখ যারে কয়, ‘চিনতে নারি’ প্রাণ কেন রে কাঁদে,
(তারেই) জড়িয়ে ধরতে চায় এই বুক, (যে) শত্রু হয়ে বাঁধে।
সব মানুষের প্রাণের কাছে
আমার চেনা লুকিয়ে আছে
(তাই) অচেনা কেউ চেনা হ’লে (এত) আনন্দ পাই॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৫৯ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ (২৫ মে ১৯৫২ খ্রিষ্টাব্দ), গানটি বুলবুল দ্বিতীয় খণ্ড অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। প্রকাশিকা হিসেবে নাম ছিল- মিসেস প্রমীলা নজরুল।
- গ্রন্থ:
- বুলবুল দ্বিতীয় খণ্ড
- প্রথম সংস্করণ [১১ জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দের (রবিবার ২৫ মে, ১৯৫২)। গান সংখ্যা ১৬]
- নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বুলবুল দ্বিতীয় খণ্ড। ৪৯ । পৃষ্ঠা ২৭৮]
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ২২১২। পৃষ্ঠা ৬৬৪]
- বুলবুল দ্বিতীয় খণ্ড