এই যুগল মিলন দেখ্‌ব ব’লে ছিলাম আশায় ব'সে (ei jugol milon dekhbo bole)

   নাটক: ‘বিষ্ণুপ্রিয়া’ (নিত্যানন্দের গান)

 এই    যুগল মিলন দেখ্‌ব ব’লে ছিলাম আশায় ব’সে।
আমি   নিত্যানন্দ হলাম, পিয়ে, মধুর ব্রজ-রসে॥
         রাই  বিষ্ণুপ্রিয়া আর কানাই গৌর
         হের নদীয়ায় যুগল রূপ সুমধুর,
তোরা  দেখে যা দেখে যা মধুর মধুর।
মধুর রাই আর মধুর কানাইরে দেখে যা দেখে যা মধুর মধুর॥

  • রচনাকাল ও স্থান: এই নাটকের রচনাকাল ও প্রেক্ষাপট সম্পর্কে কিছু জানা যায় নি। আব্দুল কাদেরের সম্পাদিত নজরুল রচনাবলীর পঞ্চম খণ্ডের, দ্বিতীয়ার্থে (১৯৮৪), ' বিষ্ণুপ্রিয়া' নামক একটি অসমাপ্ত নাটক অন্তর্ভুক্ত হয়েছিল।  গানটি এই নাটকের ত্রয়োদশ দৃশ্যে 'নিত্যানন্দের গান' হিসেবে পাওয়া যায়।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ১১৬২।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।