এই রইল তোর সাধের বসন (ei roilo tor sadher boson)

সৈরভী:  এই রইল তোর সাধের বসন।
রমাই:    নীল শাড়িতে বুঝি তোর উঠলো না মন?
সৈরভী:  বল্‌ দেখি বসন-চোরা হ'লি কখন থেকে?
রমাই:    যেদিন থেকে মন্দ-হলাম ঐ চন্দ্রবদন দেখে,
সৈরভী:  বলি চোরকে দিয়ে আস্কারা
            ঘরছাড়া ওরে মুখপোড়া,
            মোর, কুলমান জাতি খোয়াব কি শেষে।
রমাই:    আমি যার জন্য কর্‌নু চুরি, সেই বলে হায় চোর
সৈরভী:  যাবি যদি তবে এই শাড়িতে ছুঁইয়ে যা তোর চরণ!

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ মে ১৯৩৬ (বৃহস্পতিবার, জ্যৈষ্ঠ ১৩৪২) কলকাতার 'রংমহল থিয়েটার' মঞ্চে সুধীন্দ্রনাথ রাহার রচিত 'সর্বহারা' নাটক মঞ্চস্থয় হয়। এই নাটকে এই গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল  ৩৭ বৎসর ১ মাস।
     
  • মঞ্চনাটক: সর্বহারা। নাট্যকার: সুধীন্দ্রনাথ রাহা। প্রযোজক সতু সেনরংমহল থিয়েটার। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ৩০ মে ১৯৩৬ (বৃহস্পতিবার, জ্যৈষ্ঠ ১৩৪২)।
     
  • গ্রন্থ:
    • সর্বহারা। নাট্যকার: সুধীন্দ্রনাথ রাহা। [দ্বিতীয় সংস্করণ, ভট্টাচার্য সন্‌স্ লিমিটেড। ডিসেম্বর ১৯৫১। পৃষ্ঠা: ৬৫]তৃতীয় অঙ্ক, প্রথম দৃশ্য। সৈরভী আর বমাইয়ের গান।
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ২৩৬৫।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।