এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি (ei sundor ful sundor fol)

এই সুন্দর ফুল সুন্দর ফল মিঠা নদীর পানি
                    খোদা তোমার মেহেরবানী।
শস্য-শ্যামল ফসল-ভরা মাঠের ডালিখানি
                    খোদা তোমার মেহেরবানী॥
            তুমি কতই দিলে রতন
            ভাই বেরাদর পুত্র স্বজন
ক্ষুধা পেলেই অন্ন জোগাও মানি চাই না মানি॥
খোদা তোমার হুকুম তরক করি আমি প্রতি পায়
তবু আলো দিয়ে বাতাস দিয়ে বাঁচাও এ বান্দায়।
            শ্রেষ্ঠ নবী দিলে মোরে
            তরিয়ে নিতে রোজ-হাশরে
পথ না ভুলি তাইতো দিলে পাক কোরানের বাণী॥

  •  রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের মার্চ মাসে (ফাল্গুন-চৈত্র ১৩৪৫), টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৯ মাস।

  • রেকর্ড: টুইন [ মার্চ ১৯৩৯ (ফাল্গুন-চৈত্র ১৩৪৫)]। এফটি ১২৭৩৭। শিল্পী: আব্বাসউদ্দীন [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামী গান, হামদ]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর:

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।