এক বাণে, রে পিশাচ করিব সংহার। (ak bane re pisach)
এক বাণে, রে পিশাচ করিব সংহার।
আর বাণে যজ্ঞ অশ্ব করিব উদ্ধার॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)।বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২০৭৯]
- বিষয়াঙ্গ: রামায়ণের কাহিনি অবলম্বনে রচিত ' কুশ ও লব' -এর গান। ভণিতা নাই।