অভি নিশি রহি নজাও ন যাও দিয়া বুঝনে দো (obhi nishi rohi nojao no jao diya bujhone do)

অভি নিশি রহি নজাও ন যাও দিয়া বুঝনে দো
বুঝতি হুয়ি দিয়া পিয়া বুঝনে গো মুসাফির ঠাহরো দিয়া বুঝনে দো॥
নিঁদ আলসি আঁখ রুদ্ধ হোনে দো ক্লান্ত করুণ দেহ
দূর নৌবৎসে বাজনে দো বাঁশরি উদাস যোগিয়ামে।
            এয় প্যারে তেরে চরণো পর
            গুল মৌত চাহে গীর কর্
তেরী হঁসীকো নবারুণিমা সে দিশা রংগায়ে দো
                    দিয়া বুঝনে দো॥
            অভি মিলা বহা হাওয়া মে প্রলাপ
            আশা শিখী অভি না কৈলা কলাপ
অভি তাজা রহা হারমে গুলাব জরাসা দেখ কে যাও॥
                                দিয়া বুঝনে দো॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। নজরুলের সুস্থাবস্থায় এই গানটি কোথাও প্রকাশিত হয় নি।  আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত 'অপ্রকাশিত নজরুল' গ্রন্থে  গানটি নজরুলের হস্তাক্ষর সম্বলিত পাঠ প্রথম প্রকাশিত হয়েছিল।
     
  • গ্রন্থ:
    • অপ্রকাশিত নজরুল। আব্দুল আজীজ আল-আমান সম্পাদিত। [হরফ প্রকাশনী]। কলকাতা। ১৭ নভেম্বর ১৯৮৯। হিন্দি গান। পৃষ্ঠা ৩২৮
    • নজরুল-রচনাবলী। নবম খণ্ড জন্মশতবর্ষ সংস্করণ [বাংলা একাডেমী ঢাকা। নভেম্বর ২০১২]  গান: ১। পৃষ্ঠা: ১৩১।
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪৩৭। পৃষ্ঠা: ৭৫৩]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।