একদা এক হাড়ের গলায় বাঘ  ফুটিয়াছিল (ekoda ak harer golay bagh futiachhilo)

       নক্সা: 'খোকার গল্প বলা'
    একদা এক হাড়ের গলায় বাঘ  ফুটিয়াছিল

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকার  ১৩২৮' সং‌খ্যায় 'খোকার গপ্প বলা' শিরোনামে একটি কবিতা প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল, ২২ বৎসর ৮ মাস।

    ১৯৩৩ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে (অগ্রহায়ণ-পৌষ ১৩৪০) এইএচএমভি রেকর্ড কোম্পানি থেকে যখন রেকর্ড নাটক  'খোকার গপ্প বলা' প্রকাশিত হয়, তখন এই কবিতার প্রথম চরণ গান হিসেবে ব্যবহৃত হয়েছিল।

     
  • পত্রিকা: বঙ্গীয় মুসলমান সাহিত্য পত্রিকা। মাঘ ১৩২৮ (জানুয়ারি-ফেব্রুয়ারি ১৯২১)। শিরোনাম 'খোকার গপ্প বলা'।
  • গ্রন্থ: ঝিঙেফুল [১৪ এপ্রিল ১৯২৬, বুধবার ১ বৈশাখ ১৩৩৩] কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। শিরোনাম 'খোকার গপ্‌প বলা '।
  • রেকর্ড: এইচএমভি।  ডিসেম্বর ১৯৩৩ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪০)  খোকার গপ্‌প বলা  কবিতার প্রথম পংক্তি ।  খোকার গপ্‌প বলা কবিতার প্রথম পংক্তি শেষাংশ। জিটি ৩৭। শিল্পী: শিশু মঙ্গল সমিতি।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।