একলা ভাসাই গানের কমল সুরের স্রোতে (ekla bhasai gaaner komol)
একলা ভাসাই গানের কমল সুরের স্রোতে।
খেলার ছলে ওপার পানে এপার হ’তে॥
আসবে গো এই গাঙের কূলে হয়ত ভুলে আমার প্রিয়া
খোঁপায় নেবে আমার গানের কমল তুলে আমার প্রিয়া
খুঁজতে আমায় আসবে সুরের নদী-পথে॥
নাম-হারা কোন্ গাঁয়ে থাকে অচেনা সে,
তারে না-ই জানিলাম, গান ভেসে যাক্ তাহার আশে।
নদীর জলে আল্তা-রাঙা পা ডুবায়ে, রয় সে মেয়ে
গানের কমল লাগে গো তা’র কমল-পায়ে, উজান বেয়ে,
সেদিন অমর হয় মোর গান, যায় অমরায় পুষ্প-রথে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। 'গুলবাগিচা' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩] অন্তর্ভুক্ত হয়ে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
- গ্রন্থ:
- গুলবাগিচা
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। বেহাগ মিশ্র-দাদরা। পৃষ্ঠা: ৪০]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গুল-বাগিচা। গান সংখ্যা ৩৫। বেহাগ মিশ্র-দাদরা। পৃষ্ঠা ২৪৫]
- গুলবাগিচা
- পত্রিকা: মোহাম্মদী [আষাঢ় ১৩৪০ (জুন-জুলাই ১৯৩৩)]
- রেকর্ড: এইচএমভি [জুলাই ১৯৩৪ (আষাঢ়-শ্রাবণ ১৩৪১)]। এন ৭২৪৮। শিল্পী: ধীরেন্দ্রনাথ দাস।
- স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, চল্লিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ/ জুন, ২০১৬ খ্রিষ্টাব্দ] গান সংখ্যা ৫। পৃষ্ঠা: ৩৬-৩৯। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- রাগ: মিশ্র বেহাগ
- তাল: দাদরা