এ কি? ঐ ঐ দূরে, কর্ণ পাশে জননীরে দেখি। (eki? oi oi dure, korno pashe jononire dekhi)
এ কি? ঐ ঐ দূরে, কর্ণ পাশে জননীরে দেখি।
ক্রোড়েতে কর্ণের শির, ঝরিতেছে আঁখি॥
কেন, কেন কেন সখা, রথ লয়ে চল,
মাতা কেন কর্ণ পাশে? বল সখা বল।
একি? কেন তব ঝরিতেছে আঁখি।
বল, বল সখা, কিছুই বুঝিতে নারি এ কি!
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭১৯]