একি! কিছুই বুঝিতে নারি! কর্ণ অগ্রজ সহোদর। (eki! kichui bujhite nari! korno ogroj sohodor)

 

একি! কিছুই বুঝিতে নারি! কর্ণ অগ্রজ সহোদর।
তাঁর সনে করিলাম হায় মহা রণ ঘোরতর॥
            ওগো মাতা, কেন লুকাইলে,
            ওহে সখা, কেন না ভাঙিলে
এ রণস্থলে, ভাসি অশ্রুজলে, বড় ব্যথা বুকে বাজে মোর॥
            হায়, হায়, আমি কি করিনু,
            অগ্রজে আজ রণে বধিনু,
এ জীবনে বড় বেদনা পাইনু, এ বেদনা মুছিবে না হায়॥
            ভ্রমর কবি, আসরে ভনে,
            এ-সব কথা, বিধাতা জানে,
এই ছিল সেই বিধাতার মনে, তার কর্ম সে করে, তুমি কিবা কর॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। কর্ণবধ সং-এর জবাব। প্রথম দৃশ্য। চতুর্থ গান। পার্থের গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৯৪-১৯৫।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭৫৫]
       
  • বিষয়াঙ্গ: মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত 'কর্ণবধ' পালার চাপান সং'-এ উতোর অংশ। চতুর্থ গান। ভণিতা 'ভ্রমর কবি'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।