একি দেবী, তব এ চরণপদ্ম, মোর চরণসম। (eki debi, tobo e choronpoddo, mor choronosomo)
একি দেবী, তব এ চরণপদ্ম, মোর চরণসম।
চরণে চরণ চিহ্ন, তুমি মাতা মম॥
মাতা, মাতা, তুমি মাতা,
পঞ্চ পাণ্ডব মোর ভ্রাতা,
একি! সম্মুখে কারে দেখি, জ্যোতির্ময় সম॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান সংখ্যা ২৭২৪]
- বিষয়াঙ্গ: মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত 'কর্ণবধ' পালার চাপান সং'-এর অষ্টম গান। ভণিতা নাই।