একে একে সব মেরেছিস্‌, জাতটা শুধু ছিল বাকি(eke eke sob merechhis)

        'জাতের জাঁতিকল'
একে একে সব মেরেছিস্‌, জাতটা শুধু ছিল বাকি।
টিকি ধ’রে টানিস তোরা, তারেও এবার মারবি নাকি॥
ভাতের হাঁড়ি হুকোর জলে, কোনোরূপে শাস্ত্র-বুড়ো,
জাত বাঁচিয়ে লুকিয়ে আছে, তারেও বাবা দিস্‌নে হুড়ো!
এক কোণে সে প’ড়ে আছে ছোঁওয়া ছুঁয়ির কাঁথা ঢাকি'॥
জবু-থবু জাতকে নিয়ে এ তো দেখি বিষম ল্যাঠা;
পথ চলতে গেলেই দেখি শূদ্রে-অজাত-বেজাত ঠ্যাঁটা'
মেথর-চাঁড়াল-ডোম-হাড়ি সব মাল নিয়ে যায় কাঁচি পাকি॥
গরুর গাড়ি চড়তে গিয়ে দেখি শূদ্র চালায় গাড়ি,
হুঁকোতে টান দিতে গিয়ে জল ফেলে দিই তাড়াতাড়ি।
রেলগাড়িতে বামন শূদ্রে মাছে শাকে মাখামাখি॥
মেথরানীটা বললে, 'বাবু, জাত জান কি তোমার মায়ের?
পাঁচ ছেলের সে ময়লা ফেলে, আমি ফেলি লক্ষ ছেলের।
স্নান ক'রে সে ঠাকুর পূজে, আমার বেলায় জাতের ফাঁকি॥
ছোঁওয়া-ছুঁয়ি বাঁচিয়ে বাঁচি ভূ-ভারতে কেমন ক'রে,
অ-ব্রাহ্মণ স্লেচ্ছ চাঁড়াল আষ্টে পিষ্টে আছে ভ'রে,
এমন ক'রে ক'দিন চালাই জাতের ছেঁড়া কাপড় টাকি'॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটি গীতি-শতদল  সঙ্গীত সঙ্কলনের প্রথম সংস্করণ প্রকাশিত হয়েছিল ১৩৪১ বঙ্গাব্দের বৈশাখ মাসে (এপ্রিল ১৯৩৪)। এই সময় এই সময় নজরুলের বয়স ৩৪ বৎসর ছিল ১১ মাস।
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪]। শিরোনাম: জাতের জাঁতিকল। গীতি-শতদল-১০১।
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। শিরোনাম: জাতের জাঁতিকল। গান সংখ্যা ১০১। পৃষ্ঠা ৩৪৫]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৩৬৭। 'জাতের জাঁতিকল'। পৃষ্ঠা: ৭২২]
    • নজরুলের হারানো গানের খাতা সংখ্যা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান ১১৭। জাতের জাঁতি কলপৃষ্ঠা: ১৪৪]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।