এখনো ওঠেনি চাঁদ এখনো ফোটেনি তারা (ekhono otheni chad ekhono foteni tara)

এখনো ওঠেনি চাঁদ এখনো ফোটেনি তারা
এখনো দিনের কাজ হয়নি যে মোর সারা 

                        হে পথিক যাও ফিরে॥
এখনো বাঁধিনি বেণী, তুলিনি এখনো ফুল
জ্বালি নাই মণিদীপ মম মন-মন্দিরে 

                        হে পথিক যাও ফিরে॥
পল্লব- গুণ্ঠনে নিশি-গন্ধার কলি
চাহিতে পারে না লাজে দিবস যায়নি বলি'।
এখনো ওঠেনি ঢেউ থির সরসীর নীরে 

                         হে পথিক যাও ফিরে॥
যবে ঝিমাইবে চাঁদ ঘুমে তখন তোমার লাগি'
র'ব একা পথ চেয়ে বাতায়ন-পাশে জাগি'
কবরীর মালা খুলে ফেলে দেব ধীরে ধীরে 

                         হে পথিক যাও ফিরে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে (আশ্বিন-কার্তিক ১৩৪৭) এইচএমভি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ৪ মাস।
     
  • রেকর্ড সূত্র: এইচএমভি। ১৯৪০ অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৭)। এন ২৭০২৫। শিল্পী: পারুল সেন। সুরকার: কমল দাশগুপ্ত। [শ্রবণ নমুনা]
  • পত্রিকা: সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা। চৈত্র ১৩৪৭ বঙ্গাব্দ (মার্চ-এপ্রিল ১৩৪০)। স্বরলিপিকার: সৌরেন মিত্র। সুর: কমল দাশগুপ্ত। [ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • সুরকার: কমল দাশগুপ্ত
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: মিশ্র সুর।
    • রাগ: রাগের উল্লেখ নেই।
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: সা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।