এখনো দোলন-চাঁপার বনে কুহু পাপিয়া (ekhono dolon-chapar bone kuhu papiya)

এখনো দোলন-চাঁপার বনে কুহু পাপিয়া।
প্রিয়া তব নাম ল’য়ে ওঠে ডাকিয়া কুহু পাপিয়া॥
            আজও তোমার কথা
            ভোলেনি বনের লতা,
জড়ায়ে তরুমূলে ছড়ায়ে পথে ফুল ওঠে কাঁদিয়া॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
     
  • পত্রিকা: কাফেলা। কার্তিক ১৩৮৮।
  • গ্রন্থ নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট,মাঘ,১৪১৭ / ফেব্রুয়ারি, ২০১৪)। ১১৭৬ সংখ্যক গান।  

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।