এত করে বুঝাইলাম, তবু বুঝলি না কেনে। (eto kore bujhailam tobu bujhli na kene)

এত করে বুঝাইলাম, তবু বুঝলি না কেনে।
এত উপহাসে কি তোর লজ্জা হয় না মনে॥
        ঠিক বটে মূর্খের কাছে,
        শাস্ত্রালাপে লাভ কি আছে,
দর্পণ দিরে অন্ধের কাছে, সে কি তার মর্ম জানে॥
        ডিঙ্গি লয়ে অগাধ সাগর,
        পার হইবি বাসনা তোর,
বামনেতে শশধর, ধরেছে রে কোনখানে॥
        ছি ছি রে লজ্জায় মরি,
        নেঙ্‌রা উঠো পাহাড়োপরি,
ঘুঁটে কুড়ুনীর বেটা কি, পরবে, রেশম পোষাক কিনে॥
        নির্বুদ্ধি অসভ্য তাঁতি,
        কিনেছিল যেমন হাতি,
সেইরূপ রে, তোর বুদ্ধির জ্যোতি, নজরুল এসলামে ভনে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • 'নজরুল সাহিত্যের এক অনালোচিত অধ্যায়'। শেখ আজিবুল হক। নজরুল একাডেমী পত্রিকা, ৯ম বর্ষ ৬ষ্ঠ সংখ্যা, বসন্ত, ১৩৯৫। পৃষ্ঠা ২২।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯৮২]
  • বিষয়াঙ্গ: কোনো বিশেষ পালা গান বা চাপান-উতোর সং-এর অংশ কিনা জানা যায় না  ভণিতা নজরুল এসলাম।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।