এত দিনে ধরা দিলে বনের পাখি (eto dine dhora dile boner pakhi)
এত দিনে ধরা দিলে বনের পাখি।
কোথায় রাখি, কোন্ প্রিয় নামে ডাকি॥
সদাই জাগে ভয়, দুরু দুরু হিয়া
কখন উড়ে যাবে বনের পাপিয়া
জেগে থাকি তাই সদা ঘুমহারা আঁখি॥
নয়নে রাখিলে, হিয়া কাঁদে অভিমানে
হিয়ায় রাখিলে, বারি ঝরে নয়নে,
তুমি ব’লে দাও প্রিয় কোথায় রাখি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৭ ডিসেম্বর তারিখে (শনিবার ২১ অগ্রহায়ণ ১৩৪৭), কলকাতার মিনার্ভা থিয়েটারে দেবেন্দ্রনাথ রাহা রচিত 'অর্জুন বিজয়' নামক নাটকটি মঞ্চস্থ হয়। উক্ত নাটকে এই গানটি পরিবেশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বছর ৬ মাস।
- মঞ্চ: অর্জুন-বিজয় (নাটক)। নাট্যকার দেবেন্দ্র রাহা। পরিচালনা শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। প্রথম মঞ্চস্থ- মিনার্ভা থিয়েটার [৭ ডিসেম্বর ১৯৪০ (শনিবার, ২১ অগ্রহায়ণ ১৩৪৭)]। শিল্পী: হরিমতী। চরিত্র: সুচিত্রা।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। ১১৭৭ সংখ্যক গান। পৃষ্ঠা: ৩৫৮।