এনেছ রূপের সুধা, তনুর পেয়ালা ভরি (enechho ruper sudha tonur peyala bhori)

এনেছ রূপের সুধা, তনুর পেয়ালা ভরি’
পিয়াসি আঁখিরে মম, কেমনে বারণ করি॥
            তব মনে লজ্জা টুটে
            ওঠে অঙ্গে যে ভাষা ফুটে
বসন ভূষণে তাহা ফিরিতেছে সঞ্চিরি’॥
তব অন্তর-মধু-ধারা বাহিরে উছলি’ যায়,
বল সে কি অপরাধ মম, যদি পরান সে মধু চায়।
            জ্বালি হৃদয়ে আশার বাতি
            তুমি কেন জাগ সারা রাতি?
মন-পতঙ্গ মম তাই চাহে পুড়ে মরি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৪৯৬]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।