এবার যখন উঠ্‌বে সন্ধ্যাতারা (ebar jokhon uthbe shondhatara)

           এবার যখন উঠ্‌বে সন্ধ্যাতারা  সাঁঝ আকাশে
           দেখতে পাবে দু’টি নতুন তারা 
 তাহার পাশে॥
                    চেয়ে’ দেখ ভালো ক’রে
                    কা’র দু’টি চোখ যেন ম’রে,
           তারা হয়ে ধরার পানে চাহে তোমার আঁখি দেখার আশে॥
           যে দু’টি চোখ নিত্য লোকের মাঝে তোমায় দিত লাজ
           পড়বে মনে গো 

           সেই দু’টি চোখ চিরতরে এই পৃথিবী হতে হারিয়ে গেছে আজ।
                    পায়নি গো, তাই অভিমানে
                    চ’লে গেলে দূর বিমানে,
(দেখো)  সেদিন যেন আজের মত চাইতে ওদের পানে
                                  দ্বিধা নাহি আসে॥

 

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৫৯ বঙ্গাব্দের ১১ই জ্যৈষ্ঠ (২৫মে ১৯৫২ খ্রিষ্টাব্দ),  গানটি  বুলবুল দ্বিতীয় খণ্ড অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। প্রকাশিকা হিসেবে নাম ছিল- মিসেস প্রমীলা নজরুল।
     
  • গ্রন্থ:
    • বুলবুল দ্বিতীয় খণ্ড
      • প্রথম সংস্করণ [১১ জ্যৈষ্ঠ ১৩৫৯ বঙ্গাব্দের (রবিবার ২৫ মে, ১৯৫২)।  গান সংখ্যা ১৬]
      • নজরুল রচনাবলী ষষ্ঠ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। বুলবুল দ্বিতীয় খণ্ড। ১৫ । পৃষ্ঠা ২৫৯]
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ১১৭৯। পৃষ্ঠা ৩৫৯]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।