এমন মধুর ক’রে কি তোমারে কেউ ডেকেছিল আগে (emon modhur kore ki tomare keo dekhechilo aage)
এমন মধুর ক’রে কি তোমারে কেউ ডেকেছিল আগে?
আর কারো কাছে তব রূপ কিগো, এত সুন্দর লাগে?১
১. গানটি অসম্পূর্ণ
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ২৫৭৩। পৃষ্ঠা: ৭৮৯]