কারো ভরসা করিসনে তুই (ও মন) (karo vorosha korish ne tui)

     কারো ভরসা করিসনে তুই (ও মন) এক আল্লার ভরসা কর।
          আল্লা যদি সহায় থাকেন (ও তোর) ভাবনা কিসের, কিসের ডর॥
          রোগে শোকে দুঃখে ঋণে নাই ভরসা আল্লা বিনে রে
   তুই   মানুষের সহায় মাগিস (তাই) পাস্‌নে খোদার নেক্-নজর॥
          রাজার রাজা বাদশাহ্ যিনি গোলাম হ তুই সেই খোদার,
          বড় লোকের দুয়ারে তুই বৃথাই হাত পাতিস্‌নে আর।
          তোর দুখের বোঝা ভারি হ'লে ফেলে প্রিয়জনও যায় রে চ'লে
সেদিন  ডাক্‌লে খোদায় তাঁহার রহম (ওরে) ঝরবে রে তোর মাথার 'পর॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-শ্রাবণ ১৩৪৬) মাসে,  টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ:
    • জুলফিকার
      • দ্বিতীয় সংস্করণ [ডিসেম্বর, ১৯৫২ (পৌষ ১৩৫৯ বঙ্গাব্দ)]
      • নজরুল রচনাবলী সপ্তম খণ্ড [কার্তিক ১৪১৯, নভেম্বর ২০১২। জুলফিকার দ্বিতীয় খণ্ড। ২৮ [২৭]। পৃষ্ঠা ১০৫-১০৬]
  • রেকর্ড: টুইন [সেপ্টেম্বর ১৯৩৯ (ভাদ্র-শ্রাবণ ১৩৪৬)। এফটি ১২৯৭১। শিল্পী: আব্বাসউদ্দীন আহমদ]
  • স্বরলিপি ও স্বরলিপিকার:  নীলিমা দাস। [নজরুল সঙ্গীত স্বরলিপি, বত্রিশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা।   ফাল্গুন ১৪১৫। ফেব্রুয়ারি ২০০৯] পঞ্চম গান। রেকর্ডে  আব্বাসউদ্দীন আহমদ-এর গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে।  [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামি গান]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।