এলো এলো শবেরাত তোরা জ্বাল্ রে বাতি (elo elo re shoberat)
তাল: কাহার্বা
এলো এলো শবেরাত তোরা জ্বাল্ রে বাতি।
হোক রওশন মুসলিম-জাহানের অন্ধকার রাতি॥
আজ ফিরদৌসের হুর-পরীরা আলোতে রাঙে
চাঁদ সেতারার প্রদীপ ভাসায় আস্মানি গাঙে,
ফেরেশ্তা সব হয়েছে আজ মোদের সাথি॥
আজ জ্বাল্রে বাতি প্রিয়জনের আঁধার গোরে
আজ বরষ পরে লুকিয়ে তারা এসেছে ঘরে,
রাখ্ তাদের তরে অশ্রু-ভেজা হৃদয় পাতি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩)এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭বৎসর ৫ মাস।
- রেকর্ড: এইচএমভি। নভেম্বর ১৯৩৬ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩)। এন ৯৮০৬। সাকিনা বেগম (আশ্চর্যময়ী)[শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ [নজরুল সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬] পঞ্চম গান। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি [ইসলামী গান]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: কাহারবা
- গ্রহস্বর: পা