এলো এলো শবেরাত তোরা জ্বাল্ রে বাতি (elo elo re shoberat)

 এলো এলো শবেরাত তোরা জ্বাল্ রে বাতি।
হোক রওশন মুসলিম-জাহানের অন্ধকার রাতি॥
আজ ফিরদৌসের হুর-পরীরা আলোতে রাঙে
চাঁদ সেতারার প্রদীপ ভাসায় আস্‌মানি গাঙে,
ফেরেশ্‌তা সব হয়েছে আজ মোদের সাথি॥
আজ জ্বাল্‌রে বাতি প্রিয়জনের আঁধার গোরে
আজ বরষ পরে লুকিয়ে তারা এসেছে ঘরে,
রাখ্ তাদের তরে অশ্রু-ভেজা হৃদয় পাতি॥

  • ভাবসন্ধান: এই গানে শবেরাত শব্দটি 'শবে বরাত' শব্দের সংক্ষেপিত রূপ।  সকল আরবীয় সালাফি (লা-মজ্‌হাবী) মুসলমানরা ছাড়া প্রায় সকল শাখার মুসলমানরা শবে বরাতকে বিশেষ তাৎপর্যপূর্ণ রাত হিসেবে পালন করে থাকেন। হিজরি অব্দের শা'বান মাসের ১৪ ও ১৫ তারিখের মধ্যবর্তী রাতে বিশেষ উপাসনা করা হয়।

    ফার্সি শব হলো রাত্রি এবং বরাত হলো- মুক্তি। এই বিচারে এর অর্থ দাঁড়ায় মুক্তির রাত। আবার অনেকে বরাত শব্দের অর্থ 'ভাগ্য' বিবেচনায় এর অর্থ করে থাকেন- সৌভাগ্যের রাত। এই রাতের তাৎপর্যের পরিবর্তে আনুষ্ঠানিকতাকে কল্পবাস্তবের রূপকতায় উপস্থাপন করা হয়েছে।

    শবে বরাত উপলক্ষে সবাইকে আলো দিয়ে ঘর সাজানোর কথা বলা হয়েছে। মূলত এই গানের আলো ঘরের ও মনের অন্ধকার দূরকারী জ্ঞানের আলো। যেন এই মুসলিম-বিশ্বের জ্ঞানহীন অন্ধকার জ্ঞানের এই জ্যোতির প্রভাবে উদ্ভাসিত হয়ে ওঠে। এই রাতে ফিরদৌস (সর্বোত্তম বেহেশত) থেকে আগত পরীরাও এই আলোতে রঞ্জিত হয়ে ওঠে, চাঁদ-তারা তাদের আলোর প্রদীপ ভাসিয়ে দেয় আকাশ গঙ্গায় (মহাকাশের ছায়াপথ)। এ্মন রাতে ফেরেস্তারা হয়ে ওঠে সকলের সঙ্গী।

    শবে বরাত-এ বিদেহী প্রিয়জনের অন্ধকার কবরে বাতি জ্বালানোর জন্য আহ্বান করা হয়েছে। মুসলমানদের একাংশ মনে করেন যে, এই রাতে বিদেহী আত্মারা প্রতি বছর লুকিয়ে তাঁদের প্রিয়জনদের কাছে আসেন। তাঁদের জন্য অশ্রুভেজা চোখে বেদনার্ত হৃদয় মেলে ধরার জন্য আহ্বান করা হয়েছে।

     
  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের নভেম্বর মাসে  (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩) এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭বৎসর ৫ মাস।
     
  • গ্রন্থ:  নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২]। গান সংখ্যা ১১৮৩
     
  • রেকর্ড: এইচএমভি। নভেম্বর ১৯৩৬ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪৩)। এন ৯৮০৬। সাকিনা বেগম (আশ্চর্যময়ী) [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ [নজরুল সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬] পঞ্চম গান।  [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। ইসলাম ধর্ম। আনুষ্ঠানিক। শবে বরাত
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।