আমাদের জমির মাটি ঘরের বেটি সমান রে ভাই। (amader jomir mati ghorer beti soman re bhai)

চাষার গান

আমাদের জমির মাটি ঘরের বেটি সমান রে ভাই।
কে রাবণ করে হরণ দেখবো রে তাই॥
আমাদের ঘরের বেটি কেশের মুঠি ধ’রে নে যায় সাগর-পারে
দিয়ে হাত মাথায় শুধু ঘরে বসে রইব না রে,
যে লাঙল ফলা দিয়ে শস্য ফলাই মরুর বুকে –
আছে সে-লাঙল আজও রুখবো তাতেই রাজার সেপাই॥
পাঁচনীর আশির্বাদে মানুষ করি ঠেঙিয়ে বলদ
সে-পাঁচন আছে আজও ভাঙব তাতেই ওদের গলদ,
যে জলে ভাসছি মোরা চল্ সে-জলে ওদের ভাসাই॥
পাথুরে পাহাড় কেটে নিঙাড়ি’ নীরস ধরা
আনি রে ঝর্না-ধারা এ নিখিল শীতল করা,
আজি সে-গাঁইতি শাবল কোথায় গেল, হাতে কি নাই॥
খেতেছে ফসল নিতুই ডিঙিয়ে বেড়ার কাঁটা
এবারে পূজোয় নতুন বলি দে সে সব পাঁঠা,
দেখিবি আসবে ফিরে শান্তময়ী আবার হেথাই॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না। ১৯৩০ খ্রিষ্টাব্দে আগষ্ট (শ্রাবণ ১৩৩৭) মাসে প্রকাশিত হয়েছিল 'প্রলয় শিখা' নামক কবিতা ও গানের গ্রন্থ। গ্রন্থটিতে এই গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়েছিল। এই  সময় নজরুলের বয়স ছিল ৩১ বৎসর ২ মাস।
     
  • প্রলয় শিখা
    • প্রথম সংস্করণ [আগষ্ট ১৯৩০, ১৩৩৭ বঙ্গাব্দ। চাষার গান]
    • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। চতুর্থ খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা মে ২০১১।  প্রলায় শিখা। চাষার গান। পৃষ্ঠা: ১০৫]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।