এলো খোঁপায় পরিয়ে দে (elo khopay poriye de)
এলো খোঁপায় পরিয়ে দে
পলাশ ফুলের কুঁড়ি লো -পরিয়ে দে বেলোয়ারি চুড়ি।
কালো-শশী বনে আবার বাজালো বাঁশুরী লো - বাজালো বাঁশুরী॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৩ মার্চে (শনিবার, ৯ চৈত্র ১৩৪১) মুক্তিপ্রাপ্ত 'পাতাল পুরী ' চলচ্চিত্রে প্রথম ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১০ মাস।
- চলচ্চিত্র: পাতাল পুরী [১৯৩৫ খ্রিষ্টাব্দের ২৩ মার্চ (শনিবার, ৯ চৈত্র ১৩৪১)। বিলাসীর গান। গান সংখ্যা ১১]
[প্রচার পুস্তিকা]
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২]। গান সংখ্যা ২২১২।