এলো ফুলের মহলে ভ্রমরা গুন্‌গুনিয়ে (elo fuler mohole bhromora gunguniye)

এলো ফুলের মহলে ভ্রমরা গুন্‌গুনিয়ে।
ও-সে কুঁড়ির কানে কানে কি কথা যায় শুনিয়ে॥
জামের ডালে কোকিল কোতুহলে
আড়ি পাতি’ ডাকে কূ কূ ব'লে,
হাওয়ায় ঝরা পাতার নূপুর বাজে রুন্‌ঝুনিয়ে॥
'ধীরে সখা ধীরে' কয় লতা দু'লে,
জাগিও না কুঁড়িয়ে কাঁচা ঘুমে তুলে,
গেয়ো না গুন্ গুন্ গুন্ গুন্ গুন্ গুন্ সুরে প্রেমে ঢুলে ঢুলে।'
নিলাজ ভোম্‌রা বলে, 'না-না-না-না', ফুল দুলিয়ে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪০) মাসে, মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। মিশ্র সিন্ধু-খেমটা]।
      • নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ২৯। মিশ্র সিন্ধু-খেমটা। পৃষ্ঠা ৩০০]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১১৮৫। রাগ: সিন্ধু মিশ্র, তাল: খেম্‌টা। পৃষ্ঠা: ৩৬০]
  • রেকর্ড: মেগাফোন [অক্টোবর ১৯৩৩ (আশ্বিন-কার্তিক ১৩৪০)]। জেএনজি ৭৬। শিল্পী: শ্রীমতী সাহানা।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।