এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল (elo romjaneri chad ebar duniadari bhol)

 এলো রমজানেরি চাঁদ এবার দুনিয়াদারি ভোল
         সারা বরষ ছিলি গাফেল এবার আঁখি খোল্॥
                 এই একমাস রোজা রেখে
                 পরহেজ থাক গুনাহ্ থেকে
         কিয়ামতের নিয়ামত তোর ঝুলি ভরে তোল্॥
         বন্দী রহে এই মাসে শয়তান মালাউন
(তার) এই মাসে যা করবি সওয়াব দর্জা হাজার গুণ।
                 ভোগ বিলাসে মাখ্‌লি যে পাঁক
                 রমজানে তা হবে রে সাফ
         এফতারে তোর কর রে সামান আল্লা রসুল বোল্॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের ডিসেম্বর  (অগ্রহায়ণ -পৌষ ১৩৪৩) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। সেই অনুযায়ী, ধারণা করা যায় যে, গানটি নজরুল ইসলামের ৩৭ বৎসর ৬ মাস বয়সে রচিত হয়েছিল।
     
  • রেকর্ড: এইচএমভি। ডিসেম্বর ১৯৩৬ (অগ্রহায়ণ -পৌষ ১৩৪৩) এন ৯৮২২। রাবেয়া খাতুন [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ নজরুল সঙ্গীত স্বরলিপি চতুর্দশ খণ্ড (নজরুল ইন্সটিটিউট)। রেকর্ডে রাবেয়া খাতুনের গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। সপ্তম গান [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামি গান)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: সা

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।