এলো রে এলো ঐ রণ-রঙ্গিণী শ্রীচণ্ডী (elo re elo oi rono-rongini shrichondi)
এলো রে এলো ঐ রণ-রঙ্গিণী শ্রীচণ্ডী, চণ্ডী এলো রে এলো ঐ
অসুর সংহারিতে বাঁচাতে উৎপীড়িতে
ধ্বংস করিতে সব বন্ধন বন্দী, শ্রীচণ্ডী, চণ্ডী, এলো রে এলো ঐ॥
দনুজ দলনে চামুণ্ডা এলো ঐ প্রলয় অগ্নি জ্বালি নাছিছে
তাথৈ তাথৈ তাতা থৈ থৈ দুর্বলে বলে মা মাভৈঃ মাভৈঃ
মুক্তি লভিবি সব শৃঙ্খল বন্দী, শ্রীচণ্ডী, চণ্ডী, এলো রে এলো ঐ॥
রক্ত-রঞ্জিত অগ্নি শিখায় করালী কোন্ রসনা দেখা যায়।
পাতাল তলের যত মাতাল দানব পৃথিবীতে এসেছিল হইয়া মানব
তাদের দণ্ড দিতে আসিয়াছে চণ্ডীকা সাজিয়া চণ্ডী, শ্রীচণ্ডী, চণ্ডী এলো রে॥
- ভাবসন্ধান: চণ্ডীরূপিণী অসুর-সংহারিণী দুর্গার আগমনী গান। পৌরাণিক অসুরের উপমায় এই গানে জনপদের অসুররূপী সকল অত্যাচারীর কবল থেকে জনপদবাসীকে উদ্ধারের জন্য দেবীর আগমন ঘটে- এমন অভিব্যক্তিই উপস্থাপিত হয়েছে। কবি কল্পলোকে অনুভব করেন- দেবী এসেছেন এই অসুর-বিনাশিনী চণ্ডিকারূপিণী হয়ে। এ গানটিতে রয়েছে জনপদবাসীর কল্যাণের অভিব্যক্তি। তাই এই আগমনী গানটি হয়ে উঠেছে আগমনী-স্বদেশী।
মার্কেণ্ডে পুরাণের মতে- শুম্ভ-নিশুম্ভ দানবের দুই সেনাপতি চণ্ড ও মুণ্ডকে হত্যা করার কারণে দুর্গা তাঁর কালী রূপিণী দেবীরূপকে চামুণ্ডা নামে অভিহিতা করেছিলেন। পৌরাণিক কাহিনীর উপমায়- দেবীকে জগতের আসুরিক শক্তির বিনাশকারিণী হয়ে 'দনুজ দলনে চামুণ্ডা' রূপে আসার কথা ব্যক্ত করেছেন। অসুরবিনাশিনী দেবী যেমন পৌরাণিক যুগে যেমন করে বিনাশিনী-নৃত্যে জগৎকে অাসুরিক শক্তি থেকে মুক্ত করেছিলেন। কবি কল্পনায় দেবী আসছেন তেমনি অসুর-বিনাশিনী চণ্ডিকারূপিণী হয়ে। অন্ধকার জগতের অশুভ শক্তিরূপী দানবেরা যেন এসেছে একালের অত্যাচারী মানবরূপে। সে সকল অসুরের বিনাশের জন্য দেবী এসেছে রক্ত-রঞ্জিতা করালরূপিণী হয়ে। এখানে করাল শব্দটি ব্যবহার করা হয়েছে- 'বড় বড় ভয়ঙ্কর দাঁতযুক্ত' অর্থে।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪২ খ্রিষ্টাব্দের ৬ জুলাই (সোমবার, ২১ আষাঢ় ১৩৪৯), এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিপত্রে গানটির উল্লেখ ছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪৩ বৎসর ১ মাস ।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২]। গান সংখ্যা ৭০৪
- রেকর্ড:
- ১৯৪২ খ্রিষ্টাব্দের ৬ জুলাই (সোমবার, ২১ আষাঢ় ১৩৪৯), এইচএমভি রেকর্ড কোম্পানির সাথে নজরুলের একটি চুক্তি হয়। এই চুক্তিপত্রে গানটির উল্লেখ ছিল।
- এইচএমভি। সেপ্টেম্বর ১৯৪২ (ভাদ্র-আশ্বিন ১৩৪৯)। এন ২৭৩০৯। শিল্পী: মৃণালকান্তি ঘোষ [শ্রবণ নমুনা]
- স্বরলিপিকার ও স্বরলিপি: আহসান মুর্শেদ। নজরুল সঙ্গীত স্বরলিপি (ঊনবিংশ খণ্ড)। পঞ্চম গান] [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম, শাক্ত। দুর্গা। আগমনী
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
- তাল: কাহারবা
- গ্রহস্বর: জ্ঞপা