এলো শোকের সেই মোহর্রম কারবালার স্মৃতি ল'য়ে (elo shoker sei mohorrom karbalar)
এলো শোকের সেই মোহর্রম কারবালার স্মৃতি ল’য়ে।
কাঁদিছে বিশ্বের মুসলিম সেই ব্যথায় বেতাব হয়ে॥
মনে পড়ে আসগরে আজি পিয়াসা দুধের বাচ্চায়
পানি চাহিয়া পেল শাহাদৎ হোসেনের বুকে র’য়ে॥
একহাতে বিবাহের কাঙন একহাতে কাশেমের লাশ,
বেহোঁশ্ খিমাতে সকিনা অসহ বেদনা স’য়ে॥
পাশে শহীদ বীর জব্বার পানির মশক মুখে
হল শহীদ কাঁদে জয়নব কুলসুম আকুল হয়ে॥
শূন্য পিঠে কাঁদে দুলদুল্ হজরত হোসেন শহীদ্,
ঝরিতেছে শোকের বারিষ্ আসমান জমিন ছেয়ে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের এপ্রিল (চৈত্র-১৩৩৯-বৈশাখ ১৩৪০) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল । এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১০ মাস।
- গ্রন্থ:
- গুলবাগিচা।
- প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। ইসলামী গান। মর্শিয়া।]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। ইসলামী গান। মর্শিয়া। গান সংখ্যা ৭৫। পৃষ্ঠা: ২৭১
- গুলবাগিচা।
- পত্রিকা: মোহাম্মদী [জ্যৈষ্ঠ ১৩৪০ (মে-জুন ১৯৩৩)]
- রেকর্ড: এইচএমভি [এপ্রিল ১৯৩৩ (চৈত্র-১৩৩৯-বৈশাখ ১৩৪০)]। এন ৭১০১। শিল্পী মোহাম্মদ কাশেম
- স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, চল্লিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ/ জুন, ২০১৬ খ্রিষ্টাব্দ] গান সংখ্যা ৬। পৃষ্ঠা: ৪০-৪৩। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [ইসলামি, মর্সিয়]
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল: কাহারবা
- গ্রহস্বর: র