এসেছি তব দ্বারে ভক্ত-শূন্য প্রাণে (eshechhi tobo dare bhokti-shunno prane)
এসেছি তব দ্বারে ভক্ত-শূন্য প্রাণে।
করুণাময় প্রভু! কর হে পূর্ণ দানে॥
শক্তি বিহীন করে ধরেছি নিশান তব
বহিতে পারি যেন দিও সে-গৌরব,
দিবাকর কর সম ছড়ায়ে অভিনব
অস্তে যাই যেন জীবন-বিহানে॥
সাঁঝের আকাশে পূর্ণিমা চাঁদ সম
রাঙায়ো আঁধার হৃদি-প্রেমের জোছনা বানে॥
- রচনাকাল ও স্থান: গানটির সুনির্দিষ্ট রচনাকাল পাওয়া যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪১) মাসে, এইচএমভি প্রথম এই গানটির রেকর্ড প্রকাশ করে। শিল্পী ছিলেন গণি মিঞা (ধীরেন্দ্রনাথ দাস)। এই সময় নজরুল ইসলামের ৩৫ বৎসর ১ মাস।
- রেকর্ড: এইচএমভি। জুন ১৯৩৪। এন ৭২৪৪। শিল্পী: গণি মিঞা (ধীরেন্দ্রনাথ দাস)। [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ [নজরুল সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬] সপ্তম গান। [নমুনা]
- পর্যায়: