এসো আপে বারি, ডাকি বারে বার। (esho ape bari, daki bare bar)
এসো আপে বারি, ডাকি বারে বার।
পড়েছে মুসিবতে, করহ উদ্ধার॥
রোদন করে, ডাকি আমি উচ্চস্বরে,
দেখা দাও ওগো বারি এ গুনাহ্গারে
দর্শন বিনে তোমারে, কাঁদি জারে জার॥
একিন মনে ডাকি তোমায় ওগো এলাহী,
দয়া করে, এ অধীনে, দেখা দাও বারি,
নহিলে এ প্রাণ বধি, তরেতে তোমার॥
নিরঞ্জন, নৈরাকার, তুমি করতার,
তোমা বিনে, দো-জাহানে, কেবা আছে আর,
রাখিতে, মারিতে পার, তোমার এখতিয়ার॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। লেটো গান। ইসলামী গান। ১ম গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৯১-৩৯২।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৭৮]
- বিষয়াঙ্গ: ইসলামী গান। ভণিতা নাই।