শর্মিষ্ঠা-দেবযানী
নজরুলে ইসলামের রচিত চাপান সং।
মুহম্মদ আয়ুব হোসেনের সংকলিত ও সম্পাদিত 'দুখুমিয়ার লেটোগান' নামক গ্রন্থে (পৃষ্ঠা: ১৩৯-১৪৪) অন্তরভুক্ত হয়েছে। মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত এই চাপান সং-এর ১টি দৃশ্য ও ৯টি দৃশ্যান্তরে মোট ৭টি গান ব্যবহৃত হয়েছে। এই চাপান সং-এর পাত্র-পাত্রীরা হলেন- ডাকসুরা, দেবযানী, সরলা, ললিতা, কাজলী, শর্মিষ্ঠা, বিমলা, পবন, গোদাকবি। এই চাপান সং-এ 'নজরুল এসলাম' ভণিতা পাওয়া যায়। এই চাপান সং-এর ৭টি গান হলো-
- চল্ চল্ চল্ সখিরা সরোবরে যাই । প্রথম দৃশ্য। প্রথম গান। ডাকসুরার গান। ভণিতা নাই ।
- তেলের বাটি, গামছা হাতে, মোদের কাঁকালে কলসি গো প্রথম দৃশ্য। দ্বিতীয় গান। কাজলীর গান। ভণিতা নাই ।
- সখিগণ চল, চল সরোবরে যাবো প্রথম দৃশ্যান্তর। প্রথম গান। শর্মিষ্ঠার গান। ভণিতা নাই ।
- দেখ দেখ সখি, ফুটেছে ফুল, ফুটেছে ফুল দ্বিতীয় দৃশ্যান্তর। প্রথম গান। কুসুমের গান। ভণিতা নাই ।
- সখি রে মলয় বহিছে ধীরে তৃতীয় দৃশ্যান্তর। প্রথম গান। পবনের গান। ভণিতা নাই ।
- লেগেছে কেমন মজা অষ্টম দৃশ্যান্তর। প্রথম গান। পবনের গান। ভণিতা নাই ।
- বল, বল, বল ওস্তাদ দেবযানীর কি উপায় হবে নবম দৃশ্যান্তর। প্রথম গান। গোদাকবির গান। ভণিতা 'নজরুল এসলাম' ।