শর্মিষ্ঠা-দেবযানী

নজরুলে ইসলামের রচিত চাপান সং।

মুহম্মদ আয়ুব হোসেনের সংকলিত ও সম্পাদিত 'দুখুমিয়ার লেটোগান' নামক গ্রন্থে (পৃষ্ঠা: ১৩৯-১৪৪) অন্তরভুক্ত হয়েছে। মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত এই চাপান সং-এর ১টি দৃশ্য ও ৯টি দৃশ্যান্তরে মোট ৭টি গান ব্যবহৃত হয়েছে। এই চাপান সং-এর পাত্র-পাত্রীরা হলেন- ডাকসুরা, দেবযানী, সরলা, ললিতা, কাজলী, শর্মিষ্ঠা, বিমলা, পবন, গোদাকবি। এই চাপান সং-এ 'নজরুল এসলাম' ভণিতা পাওয়া যায়। এই চাপান সং-এর ৭টি গান হলো- 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।